Site icon Jamuna Television

প্রবাসীদের জন্য সবচেয়ে উপযুক্ত ১০ দেশের তালিকায় তুরস্ক

প্রবাসী কর্মজীবীদের জন্য কাজের পরিবেশ, জীবনমান, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা ইত্যাদি বিবেচনায় সেরা দশটি দেশের তালিকায় তুরস্ক ৭ নম্বরে অবস্থান করছে।

সম্প্রতি এইচএসবিসি ব্যাংকের ‘এক্সপ্যাট এক্সপ্লোরার্স রিপোর্ট’-এ ১৮ হাজার প্রবাসীর ওপর জরিপের ভিত্তিতে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের ১৬৩টি দেশের ওপর চালানো জরিপে শীর্ষ দশটি দেশ হলো যথাক্রমে- সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা, স্পেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম।

তুরস্ক থেকে জরিপে অংশ নেয়া প্রবাসীদের ৬২ শতাংশ জানিয়েছেন, সেখানে তাদের জীবনমান নিজ দেশের চেয়ে ভালো। ৬০ শতাংশ জানিয়েছেন, তাদের কাজের পরিবেশ খুবই সন্তোষজনক এবং কাজ শেষে নিজের জন্য ব্যয় করার যথেষ্ট সময়ও তারা পান।

Exit mobile version