Site icon Jamuna Television

এবার ব্যাননকেও বরখাস্ত করলেন ট্রাম্প

বরখাস্ত হওয়া যেন ট্রাম্প প্রশাসনের বড় বড় কর্তাদের রুটিন কাজে পরিণত হয়েছে! গত কয়েক মাসে বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তিকে বরখাস্ত করেছেন ট্রাম্প। সর্বশেষ তালিকায় যোগ হলে এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউজের ‘চিফ স্ট্র্যােটজিস্ট’ স্টিভ ব্যানন।

হোয়াইট হাউজে শুক্রবারই যে ব্যাননের শেষ দিন ছিল, প্রেস সেক্রেটারি সারা হাক্যাবি স্যান্ডার্স তা নিশ্চিত করেছেন।

ট্রাম্পের ভোটের প্রচারে ‘আমেরিকা ফার্স্ট’ দর্শনকে একটি আকৃতি দেওয়ার ক্ষেত্রে ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কের সাবেক নির্বাহী চেয়ারম্যান ডানপন্থি জাতীয়তাবাদী ব্যাননের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে ব্যানন এন্টি সেমেটিক ও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ ছিল সমালোচকদের। বানিজ্যের ক্ষেত্রে গ্লোবালাইজেশনের বিরুধী ব্যাননের সাথে অন্য অনেকের দ্বন্দ্ব চলছিল।

শেষ পর্যন্ত হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির সঙ্গে আলোচনা করে চিফ স্ট্র্যাটেজিস্টের পদ ছাড়তে হল ব্যাননকে।

স্টিভ ব্যানন হোয়াইট হাউজের অন্য পরামর্শক এবং ট্রাম্প পরিবারের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়েছেন বলে খবর আসছিল আমেরিকার সংবাদ মাধ্যমগুলোতে।

/কিউএস

Exit mobile version