Site icon Jamuna Television

অক্ষয়ের গায়ে থুতু ছিটালেন কারিনা

একবার, দু’বার নয়, একাধিকবার বলিউড তারকা অক্ষয়ের গায়ে থুতু ছিটিয়েছেন কারিনা কাপুর। আর সে কথা জানিয়েছেন অক্ষয় নিজেই। কেন এমন কাণ্ড ঘটিয়েছেন নবাবপত্নী?

অক্ষয় জানালেন, অক্ষয়-কারিনা-কিয়ারা অভিনীত ছবি ‘গুড নিউজ’ ছবির সেটেই ঘটেছে এই ঘটনা। ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, সন্তানের জন্ম দিচ্ছেন কারিনা। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই এত জোরে চিৎকার করতে হয়েছিল কারিনাকে যে তাতেই বিপত্তি ঘটে।

অক্ষয়ের কথায়, এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমার মেকআপ দু’তিনবার করে রি-টাচ করতে হয়েছিল। তবে শুটের ফাঁকে যে বেশ ভালোই মজা করেছেন নবাব-পত্নীর সঙ্গে সে কথাও জানান অভিনেতা।

অক্ষয়-কারিনার বন্ধুত্ব বহুদিনের। অনেকদিন পর ‘গুড নিউজ’-এ জুটি বেঁধেছেন তারা। অন্যদিকে, প্রথমবার জুটি বাঁধতে দেখা গেছে কবীর সিং খ্যাত কিয়ারা আডবানী এবং দিলজিৎ দোশানজিহকে। আগামী সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা ছবিটির।

Exit mobile version