Site icon Jamuna Television

ষোড়শ সংশোধনী ছিল সামরিক ফরমানের বিরুদ্ধে: অ্যাটর্নি জেনারেল

সংবিধানের ষোড়শ সংশোধনী ছিল সামরিক ফরমানের বিরুদ্ধে, এটি বাতিলের বিষয়টি বিচার বিভাগ একদিন অনুধাবন করবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার দুপুরে, জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকা উৎসবে’ অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতির পদ ফাঁকা থাকা ও আপিল বিভাগে বিচারপতির সংখ্যা কম থাকায় বিচারিক কাজে কোনো সমস্যা হচ্ছে না। অবশ্য বিচারক নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতি ও সরকার বিবেচনা করে দেখবে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version