Site icon Jamuna Television

চলন্ত বাস থেকে ফেলে হত্যা মামলায় গ্রেফতার ২

পাবনায় চলন্ত বাস থেকে ফেলে হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-বাসের সুপারভাইজার রোকনুজ্জামান ও হেলপার নাসিম উদ্দিন। কুষ্টিয়ার দৌলতপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গেল বৃহস্পতিবার পাবনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্য ছেড়ে আসা একটি বাসে ওঠে সুমন হোসেন। মাঝপথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় সুপারভাইজার ও হেলপারের সাথে। একপর্যায়ে তারা সুমনকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে তার ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়। এতে নিহত হন সুমন। পরে নিহতের স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেন।

Exit mobile version