Site icon Jamuna Television

হন্ডুরাসে কারাগারে সংঘর্ষ, নিহত ১৮

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে, একটি কারাগারে দুই গোষ্ঠীর সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ১৮ বন্দি। আহত হয়েছে ১৬ জন।

দেশটিতে কারাগারে সহিংসতা খুব একটা নতুন না হলেও, শনিবারের এ ঘটনা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, বলছে কর্তৃপক্ষ। দু’দিন আগেই কারা নিরাপত্তা ইস্যুতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে হন্ডুরাস সরকার। এর আওতায় সহিংসতা দমনে নিয়ন্ত্রণের ক্ষমতা হস্তান্তর করা হয় সেনাবাহিনীকে।

তবে সহিংসতার আগে, উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তেলার ওই কারাগারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী নেয়নি। গণমাধ্যমকে নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান এ তথ্য।

Exit mobile version