Site icon Jamuna Television

স্যার ফজলে হাসান আবেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আনা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপরই শ্রদ্ধা জানানোর জন্য সুযোগ দেয়া হয় সর্বস্তরের মানুষদের। শ্রদ্ধা জানাতে এসে গ্রামীণ ব্যাংকের সাবেক ড. মোহাম্মদ ইউনুস কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘক্ষণ তিনি আর্মি স্টেডিয়ামে থেকে শোক সন্তপ্ত পরিবার ও ব্র্যাকের শীর্ষ কর্মকর্তাদের সান্তনা দেন। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তার মরদেহ রাখা হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। সাড়ে বারোটায় আর্মি স্টেডিয়ামেই তার জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ।

Exit mobile version