Site icon Jamuna Television

বগুড়ায় পর্ণোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে আটক১৬, ৪৮ হার্ডডিস্ক জব্দ

বগুড়া ব্যুরো
বগুড়ায় পর্ণোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে ১৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১২।

রোববার দুপুরে শহরের সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে ৪৮টি হার্ডডিস্কসহ তাদের আটক করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার রওশন আলী জানান, সপ্তপদী মার্কেটে কম্পিউটারের ভ্রাম্যমাণ দোকানগুলোতে দীর্ঘদিন ধরে পর্ণোগ্রাফির ব্যবসা চলতো। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে এই ব্যবসায়ীরা টাকার বিনিময়ে পর্ণো সরবরাহ করতো। অভিযানে এমন ১৬ ব্যবসায়ীকে আটক করা হয়, জব্দ করা হয় পর্ণো ভরা ৪৮টি হার্ডডিস্ক।

আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান রওশন আলী।

Exit mobile version