Site icon Jamuna Television

ওলামাদের সাথে নিয়ে শক্তিশালী দল হবে জাতীয় পার্টি: জি এম কাদের

আলেম-ওলামাদের সাথে নিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্টির চেয়ার‍ম্যান জিএম কাদের।

গুলশানের এক রেস্টুরেন্টে ওলামা পার্টির কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বলেন, ক্ষমতায় গেলে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতার ব্যবস্থা করা হবে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম যুক্ত করলেও ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে সংবিধানের সাথে এর সঙ্গে কোনো সাংঘর্ষিকতা নেই বলে জানান জি এম কাদের।

Exit mobile version