Site icon Jamuna Television

অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারের দরপতন

অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারের দরপতন। এতে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বেড়েই চলেছে পুঁজিবাজারে অস্থরিতা।

শেয়ারবাজারের টানা দরপতনের ফলে গতি ফেরাতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং তারল্য বাড়াতে রেপোর মাধ্যমে অর্থ সরবরাহের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে তেমন প্রভাব পড়ছে না। কিন্তু গত কয়েক মাসের দরপতন ২০১০ থেকে কম না। পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন লাখো বিনিয়োগকারী।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে দরপতন হয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দরপতন হয়েছে ২৪১টির। আর ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে।

Exit mobile version