Site icon Jamuna Television

শরীরে ১৬ ট্যাটু কোহলি ভক্তের!

সেলিব্রেটিদের অনেক ধরনের ফ্যান থাকে। পছন্দের মানুষের জন্য ফ্যানদের রয়েছে অনেক খেয়ালিপনা। তেমনি এক কাণ্ড করে বসেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির এক ভক্ত। কোহলির এক ভক্ত পিন্টু বহেরা সারা শরীরে এঁকেছেন ১৬টি ট্যাটু। সবগুলোই বিরাট কোহলিকে নিয়ে। ভারত অধিনায়কের প্রতি সম্মান জানাতে ওই ট্যাটুগুলি করিয়েছেন বলে জানায় এই ভক্ত।

পিন্টু বহেরা জানিয়েছেন, ‘‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেট ভক্ত। বিরাট কোহলির খেলার স্টাইলের জন‌্য আমি তাঁর ভক্ত। তাঁর প্রতি সম্মান জানাতেই এমন করার সিদ্ধান্ত নিয়েছি আমি। ২০১৬ সালে যখন আমি ট্যাটু করানোর সিদ্ধান্ত নিই আমার কাছে টাকা ছিল না। এরপর আমি টাকা জমাতে থাকি এবং ট্যাটুগুলি আঁকানো শুরু করি।’

জানা যায়, সবগুলো ট্যাটু করাতে এই ভক্তের লাখ টাকার ওপর গেছে।

এদিকে বিরাট কোহলির সাথে দেখা হয়েছে এই ভক্তের। ভক্তকে জড়িয়েও ধরেন ভারতীয় অধিনায়ক।

Exit mobile version