Site icon Jamuna Television

উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব

গত এক দশকের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছে ব্রিটেনের বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। সেই একাদশে একমাত্র স্পিনার ও অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

দশকসেরা ওয়ানডে একাদশে সাকিবের সঙ্গে রয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, এমএস ধোনি, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও ডেল স্টেইন।

গত এক দশকে ওয়ানডেতে অলরাউন্ড নৈপুণ্যে সাকিবের ধারে-কাছেও কেউ নেই। এই সময়ে ১৩১ ওয়ানডেতে ৩৮.৮৭ গড়ে ৪২৭৬ রান করার পাশাপাশি ৩০.১৫ গড়ে নিয়েছেন ১৭৭ উইকেট। গত এক দশকে সাকিবের চেয়ে বেশি উইকেট নেই কোনো স্পিনারের।

প্রসঙ্গত, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে চুপ থাকায় পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান।

Exit mobile version