Site icon Jamuna Television

শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও দেশজুড়ে এখনো হাঁড়কাপানো শীত

শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও দেশজুড়ে এখনো হাঁড়কাপানো শীতে বিপর্যস্ত জনজীবন।

তীব্র ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই যেতে হচ্ছে কাজে। ফসলের ক্ষতি নিয়েও আছে দুশ্চিন্তা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি আর দৌলতদিয়া-পাটুরিয়ায় ব্যহত হচ্ছে ফেরি চলাচল।

আবহাওয়া অফিস জানিয়েছে, ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে সারাদেশে। ২৯ ডিসেম্বরের পর আবারও তাপমাত্রা কমে হাঁড়কাপানো শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে।

Exit mobile version