Site icon Jamuna Television

নুরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ

ডাকসু ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তার নিজ জেলা পটুয়াখালীতে।

রোববার রাতে গলাচিপার বুধবাড়িয়া বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করে স্থানীয়রা। এসময় বিক্ষোভকারীরা নুর ও তার কর্মীদের ওপর হামলার নিন্দা জানায়।

তারা বলেন, নুরের ওপর একের পর এক হামলা হচ্ছে। অথচ জড়িত কাউকে আইনের আওতায় আনা হয়নি। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ছাত্র নামধারী সন্ত্রাসীরা। দ্রুত জড়িতদের গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুমকিও দেন বক্তারা।

Exit mobile version