Site icon Jamuna Television

নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের পরের দিন জান্নাত আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই ছাত্রীকে হত্যার পরে বাঁশঝাড়ের ভেতরে ফেলে যায় দুর্বৃত্তরা। শিশুটি গলায় আঘাতের চিহৃ রয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কি, না তা মেডিকেল প্রতিবেদন ছাড়া বলা যাবে না।

জান্নাত কসবার মন্দবাগ গ্রামের রফিক মিয়ার মেয়ে। তিনি স্থানীয় মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত রোববার বিকেলে পুকুরে গোসল করতে যায়। বিকেল ৪টার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকাল ৮টার দিকে জান্নাতের মা পুতুল আক্তার তাদের বাড়ির উত্তর-পশ্চিম দিকে একটি বাঁশঝাড়ের ভেতর মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই হত্যাকাণ্ড উদ্ঘাটনে আমাদের পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।

Exit mobile version