Site icon Jamuna Television

খাশোগি হত্যা: ৫ জনকে মৃত্যুদণ্ড দিলো সৌদি আদালত

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত। একই অভিযোগে অন্য ৩ জনকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে নিজের ভিসা সংক্রান্ত কাগজপত্র নবায়নের জন্য গেলে সেখানেই তাকে হত্যা করা হয়। কনসুলেটে খাশোগি যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল।

এদিকে তাকে হত্যার জন্য আগে থেকে বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা সৌদি থেকে ইস্তাম্বুল কনসুলেটে গিয়েছিলেন। এই হত্যার পর সৌদি আরব বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে, যার প্রভাব এখনও বহন করতে হচ্ছে দেশটিকে।

হত্যার ঘটনায় সৌদি যুবরাজ বিন সালমানের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণে উঠে আসে।

এদিকে তুরস্কও বিন সালমানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে আসছে। তবে বিন সালমান তা অস্বীকার করে আসছিলেন। হত্যা অভিযানে এক ডজনের বেশি কর্মকর্তা অংশ নিয়েছেন বলে জানা গেলেও শাস্তি দেয়া হয়েছে ৮জনকে। তবে কাদেরকে দণ্ড দেয়া হলো তাদের নাম জানা যায়নি।

Exit mobile version