Site icon Jamuna Television

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেবে জাতীয় পার্টি। একথা জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

দুপুরে বনানীর দলীয় কার্যালয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী লিটন ও জাগপার প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহর নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জিএম কাদের বলেন, দুই সিটি নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবে জাতীয় পার্টি। আগামীকাল থেকে দলীয় মনোনয়ন ফরম ছাড়া হবে। এসময় তিনি বলেন, সবাইকে শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। এসময় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করার আহ্বান জানান জিএম কাদের।

Exit mobile version