Site icon Jamuna Television

কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে হচ্ছে সাইকেল গ্যারেজ!

রাজশাহী ব্যুরো:

কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। খ্যাতিমান এই পরিচালকের শৈশব, কৈশোর ও তারুণ্যের স্মৃতি বিজড়িত এই বাড়িটি ভেঙে সেখানে সাইকেল গ্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

রাজশাহী মহানগরীর মিঞাপাড়ায় অবস্থিত এই বাড়িটি দেশভাগের সময় ছেড়ে যায় ঋত্বিকের পরিবার। ১৯৮৯ সালে নামমাত্র মূল্যে তা রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেওয়া হয়। তারাই এখন সম্পূর্ণ বাড়িটি ব্যবহার করছে। বাড়িটির এক অংশে ইতোমধ্যে বহুতল ভবন করছে কলেজ কর্তৃপক্ষ। আরেক অংশে যেসব কক্ষে ঋত্বিক ঘটকের পরিবার থাকতেন সেসব কক্ষও ব্যবহার করছে কলেজ কর্তৃপক্ষ। তারই এক অংশ ভেঙে অস্থায়ী সাইকেল গ্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ঋত্বিকের পৈত্রিক ভিটা সংরক্ষণ করে হেরিটেজ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন রাজশাহীর চলচ্চিত্র সংসদ আন্দোলনকারীরা। এই দাবিতে সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন তারা। ঋত্বিক ঘটকের স্মৃতি বিজড়িত স্থানে জাদুঘর গড়ে তোলার দাবি জানান তারা।

Exit mobile version