Site icon Jamuna Television

‘আরক’ পারমাণবিক কেন্দ্র সংস্কার শেষে একাংশ খুলে দেয়ার ঘোষণা ইরানের

জলশক্তিনির্ভর ‘আরক’ পারমাণবিক কেন্দ্র সংস্কারের পর একাংশ খুলে দেয়ার ঘোষণা দিলো ইরান। সোমবার তথ্যটি নিশ্চিত করে দেশটির পরমাণু সংস্থা।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি জানান, জলশক্তি থেকে উৎপাদিত আইসোটপ ব্যবহৃত হবে চিকিৎসা ও কৃষিকাজে। এর জন্য নতুনভাবে ডিজাইন করা হচ্ছে আরক কেন্দ্রের।

নিয়ন্ত্রণকক্ষটি তৈরি হতে ৫ থেকে ৬ মাস সময় প্রয়োজন। অন্যান্য সংস্কার শেষ হতে প্রয়োজন আরও এক বছর।

সালেহি জানান, ২০২১ সালের মার্চ মাস থেকে পারমাণবিক কেন্দ্রটি কার্যকর হবে। ২০১৫ সালে ছয় পরাশক্তির সাথে ইরান ঐতিহাসিক পরমাণু চুক্তিতে পৌঁছায়। সে বছরই পরমাণু বোমা তৈরির অন্যতম উপাদান ‘প্লুটোনিয়াম’ তৈরি হচ্ছে- এ অভিযোগে কেন্দ্রটি বন্ধ করা হয়।

Exit mobile version