Site icon Jamuna Television

শীর্ষ বেতনদাতা ফুটবল ক্লাব বার্সেলোনা

ক্লাব ফুটবলে সর্বোচ্চ বেতন দেয়ার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। গ্লোবাল স্পোর্টস সেলারিজ-এর এক সমীক্ষায় জানা গেছে মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানদের বেতন দিতে সবচেয়ে বেশি টাকা খরচ করতে হয় বার্সাকে। এরপরই আছে কাতালানদের চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

এ বছরের তালিকায় সেরা দশের সাতটি স্থানই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) ক্লাবগুলোর দখলে। ১২টি দেশের ১৮টি শীর্ষ লিগের ৩৫০টি ক্লাবের মূল দল পরিচালনার খরচের ওপর জরিপটি চালায় স্পোর্টিং ইন্টেলিজেন্স।

জরিপে দেখা যায়, বেতনের দিক দিয়ে বার্সার গড় খরচ ৯৮ লাখ পাউন্ড। অবশ্য গেলো মৌসুম থেকে ৭ লাখ পাউন্ড কম বেতন দিচ্ছে কাতালানরা। বেতনের একটা বড় অংশ পান দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ইমেজ স্বত্বসহ আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্ষিক মূল বেতন ৫ কোটি পাউন্ডের বেশি। দুইয়ে থাকা রিয়ালের গড় খরচ ৮৯ লাখ পাউন্ড। তালিকায় তিনে ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে তালিকার ত্রয়োদশ স্থানে। তাদের গড় খরচ ৬৯ লাখ পাউন্ড। সিটির ঠিক উপরে আছে পিএসজি। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমারের দলকে এ বছর গুণতে হয়েছে গড়ে ৭১ লাখ পাউন্ড।

গবেষণায় আরও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার নিরিখে যুগ্মভাবে শীর্ষে আছে লা লিগা ও প্রিমিয়ার লিগ।

Exit mobile version