Site icon Jamuna Television

কেন ‘রাশিয়ান পতিতা’ নামে ডাকা হত এই অভিনেত্রীকে?

বলিউডের সমসাময়িক সফল অভিনেত্রীদের অন্যতম কল্কি কোয়েচলিনে। সাম্প্রতিক বিষযয়ে নিজের মতামত প্রকাশ করে প্রায়শই সমালোচনার মুখোমুখিও হতে হয় তাকে।

সম্প্রতি গণমাধ্যমের সাথে কথা বলার সময় জানিয়েছেন তার প্রথম সিনেমা দেব ডি’র মুক্তির পরই তাকে রাশিয়ান পতিতা নামে ডাকা হতো।

তিনি বলেন, “আমার মনে আছে দেব ডি’র পরে একটি লেখা পড়ে সত্যিই বিচলিত হয়েছিলাম। সেই সময় আমি সবকিছুই পড়তাম কারণ এটি আমার প্রথম চলচ্চিত্র ছিল। ওই লেখাটিতে বলা হয়েছিল, “বলিউডে সমস্ত রাশিয়ান পতিতা কাজ করতে এসেছেন!” এবং আমি অবাক হই কারণ আমি রাশিয়ান নই। অন্তত লেখার আগে নিজের গবেষণা তো ঠিক করে করুন।”

খোদ বলিউড থেকেই আসতো এমন অপবাদ বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি দেখেছি আমাদের নিজস্ব কাজের জগত থেকেও রায় এসেছে! শুরুর দিকেই ব্যপারটা বেশ কঠিন মনে হত। তবে এখন আমি এইসব লেখা আর পড়িই না।”

বর্তমানে তিনি তার প্রেমিক গাই হার্শবার্গের সন্তান জন্ম দেয়ার অপেক্ষায় রয়েছেন।

Exit mobile version