Site icon Jamuna Television

শাবনূরকে পেয়ে উচ্ছ্বসিত আসিফ

জনপ্রিয় গায়ক আসিফ আকবর অভিনয়ে নাম লিখিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ছবি ‘গহীনের গান’। এ নিয়ে দারুণ উত্তেজিত গায়ক থেকে নায়ক হওয়া আসিফ।

২৩ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ‘গহীনের গান’ সিনেমার গেট টুগেদার অনুষ্ঠিত হয়। এই আয়োজনে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সিনেমাটির নায়ক আসিফ আকবরকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর।

শাবনূরকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন আসিফ আকবর। তার আবেগী ঘোষণা, আজকের এই অনুষ্ঠানে আমাকে ভালবাসা জানাতে এসেছেন একজন, তিনি শাবনূর, আমার নায়িকা। আমার বিখ্যাত গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ নামের যে সিনেমা তৈরি হয়েছে তার নায়িকা শাবনূর। আজ তাকে আমার সিনেমার আয়োজনে পেয়ে আমি খুবই আনন্দিত।

মঞ্চে উঠে আসিফকে সিনেমায় আসার জন্য অভিনন্দন জানান শাবনূর। এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, ক্রিকেটার আশরাফুলসহ আরও অনেকে।

Exit mobile version