Site icon Jamuna Television

ব্যবসায়ী মাজহারুল ইসলাম হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ

ময়মনসিংহের নান্দাইলে ওষুধ ব্যবসায়ী মাজহারুল ইসলাম হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালে আর্থিক দ্বন্দ্বের জেরে মাজহারুলকে তার দোকানে মাথায় আঘাত করে খুন করা হয়। ঘটনার দিনই মাজহারুলের বোন বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। পরের বছর ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে একজন মারা গেলে আদালত ১৭ আসামির বিরুদ্ধে চার্জশিট গঠন করেন। এদের মধ্যে ১০ জনের ফাঁসির আদেশ ও বাকি ৭ জনকে খালাস দেন আদালত।

Exit mobile version