Site icon Jamuna Television

বন্ধ হচ্ছে হোয়াটস অ্যাপ!

২০১৭ সালের ৩১ ডিসেম্বরের পর নির্দিষ্ট কিছু মডেলের ফোনে ব্যবহার করা যাবে না বার্তা বিনিয়মের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটস অ্যাপ। কোম্পানিটি তাদের নিজেদের দাফতরিক ব্লগ পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টটিতে বলা হয়েছে, ব্লাকবেরি ওএস, ব্লাকবেরি ১০, উইনডোজ ৮ মডেলের ফোনে আগামী ৩১ ডিসেম্বরের পর আর ব্যবহার করা যাবে না এই অ্যাপটি। তবে এন্ড্রয়েড ও অ্যাপল-আইওএস চালিত ডিভাইসে এটি সচল থাকছে।

এই নিয়ে তৃতীয় বারের মতো উল্লেখিত মডেলের ফোনে হোয়াটস অ্যাপ অনুপোযোগী হওয়ার ঘোষণা আসলো।  এর আগে, ২০১৬ সালে সময়সীমা শেষ হওয়ার পর বর্ধিত সময় হিসেবে এ বছরের ৩০ জুন বেঁধে দেওয়া হয়। তবে গ্রাহকদের কথা চিন্তা করে শেষ বারের মতো সময় নির্ধারণ করেছে অ্যাপ কর্তৃপক্ষ।

ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করার জন্য এই ধরনের আপগ্রেডের সিদ্ধান্ত হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version