Site icon Jamuna Television

বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ

আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে সূর্যগ্রহণটি। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। তবে এবারের গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে সংযুক্ত আরব আমিরাত থেকে। ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ হবে এটি।

পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ দেখা যায়। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থানের মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়।

এ বছরের ৬ জানুয়ারি ও ২ জুলাই আরও দুটি সূর্যগ্রহণ হয়েছিল। বাংলাদেশ থেকে সরাসরি প্রত্যক্ষ করা যায়নি।

Exit mobile version