Site icon Jamuna Television

বৃহস্পতিবার আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে: ওবায়দুল কাদের

বৃহস্পতিবার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নতুন কমিটির প্রথম সভাপতিমণ্ডলির বৈঠক শেষে একথা জানান তিনি।

এর আগে সন্ধ্যায় গণভবনে দলের সভাপতি- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। ৩ ঘন্টার বেশি সময় ধরে চলে এ বৈঠক ।

পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, গেলো বারের মতো এবারও টুঙ্গিপাড়ায় আগামী ৩ জানুয়ারি আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ কমিটিতে কিছু পদে তরুণরা আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এছাড়া মন্ত্রিসভায় আছেন কিন্তু দলের পদে নেই এমন নেতাদের বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানান ওবায়দুল কাদের।

Exit mobile version