Site icon Jamuna Television

‘উৎপাদনশীল খাতে চলতি মূলধনসহ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংক’

উৎপাদনশীল খাতে চলতি মূলধনসহ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংক। যা কার্যকর হবে জানুয়ারি থেকেই। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ জন্য সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

গেল বছরের জুলাই থেকে ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন ব্যাংক মালিকরা। এ জন্য পরিচালকের সংখ্যা ও মেয়াদ বৃদ্ধি কর্পোরেট করহার কমানোসহ একগুচ্ছ সুবিধাও আদায় করে নেন তারা। এরপর দেড় বছর পেরিয়ে গেলেও সেই ঘোষণার বাস্তবায়ন করেনি ব্যাংকগুলো।

এমন পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে আবারও ব্যাংকারদের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। নির্দেশনা দেন জানুয়ারি থেকে ঋণের সুদহার কমানোর। বিষয়টি পর্যালোচনার জন্য ডেপুটি গভর্নরকে প্রধান করে কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করে কমিটি। সিদ্ধান্ত হয় নতুন বছরের শুরুতে ৯ শতাংশ সুদে ঋণ বিতরণের।

Exit mobile version