Site icon Jamuna Television

কর্ণফুলীতে ৪ নারী ধর্ষণ মামলায় পুলিশের গাফিলতি

কর্ণফুলীতে ৪ নারী ধর্ষণের পর মামলা গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম পুলিশের উপ কমিশনার হারুন-উর-রশিদ।

সোমবার দুপুরে, মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে কর্ণফুলী থানা। এ সময় বন্দর জোনের উপ-কমিশনার বলেন, এ ঘটনায় ইমতিয়াজ বাপ্পী নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় গ্রেফতার করা হলো ৩ জনকে। ঘটনার পর মামলা নেয়া এবং তদন্তে পুলিশের ব্যর্থতা থাকলেও এখন মামলাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার তদন্তে গোয়েন্দা পুলিশ এবং পিবিআইয়ের ৩টি টিম কাজ করছে। ২৮ ডিসেম্বর আসামিদের ভিকটিমের সামনে হাজির করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version