Site icon Jamuna Television

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘাটের দুই প্রান্তে নৈশকোচসহ পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পদ্মায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতাও বাড়ে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ১১ টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কুয়াশার তীব্রতা কমে আসলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে সোমবার রাতেও সাড়ে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এর ফলে ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার দিকে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা কমে আসলেও, প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্টাক পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে। এ অবস্থায় আবারো ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটের যানজট পরিস্থিতি আরো নাজুক হওয়ার শঙ্কা রয়েছে।

Exit mobile version