Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলের কবলে চিলি

ভয়াবহ দাবানলের কবলে লাতিন আমেরিকার দেশ চিলি। পুড়ছে দেশটির ভালপারাইসো অঞ্চলের বিস্তৃর্ণ বনাঞ্চল। আগুনের ভয়াবহতা ছড়িয়েছে আবাসিক এলাকাতেও।

স্থানীয় প্রশাসন বলছে, এরই মধ্যে আগুনে পুড়ে গেছে শতাধিক বসতবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ৯০ হাজারের বেশি পরিবার। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদে সরিয়ে নিয়ে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ঘোষণা করা হয়েছে জারুরি অবস্থা।

পরিবেশবাদিরা মনে করছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর কোন উদ্যোগ না নেয়ায় বাড়ছে বিশ্বের গড় তামপাত্রা। এরই ফলে দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত।

Exit mobile version