Site icon Jamuna Television

‘কুমিল্লা-রংপুর ছাড়া অন্য কোন সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, বর্তমান কমিশনের মেয়াদে কুমিল্লা ও রংপুর ছাড়া অন্য কোন সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি। আজ বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, স্বাধীন হলেও নির্বাচনী নানা ব্যবস্থাপনায় আটকে যায় কমিশনের কার্যক্রম। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যেক প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতে দুই সিটির নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

এসময় প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, ঢাকা দুই সিটির নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হবে।

সিইসি বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার অনেক প্রতিকূলতার মধ্যে টিকে আছে। ইভিএম এর মাধ্যমে সফলভাবে নির্বাচন সম্ভব। ভোটার যেন তার ভোট পছন্দমত ভোট দিতে পারে সেজন্য ইভিএম ব্যবহার করা হচ্ছে দুই সিটিতে।

Exit mobile version