
ওবায়দুল কাদের -ফাইল ছবি
ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এলামনাই এসোসিশেনর পুর্নমিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময়, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে আশাপ্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙ্গে পরবে না। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসিকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।



Leave a reply