Site icon Jamuna Television

কনকনে শীতে বিপর্যস্ত দেশ, বিপাকে ছিন্নমূল মানুষ

কনকনে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

দিনে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও প্রখরতা নেই। শীতে সবচেয়ে বেশি কষ্ট দিনমজুর-ছিন্নমূল মানুষের। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। শীতে জবুথবু উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলা। হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। দেশের ফেরি ঘাটগুলোতেও একই চিত্র। কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ ফেরি চলাচল। দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি। দু-একদিনের মধ্যে বৃষ্টি হলে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Exit mobile version