Site icon Jamuna Television

২০১৯ সালে যাদের হারিয়েছি

চলতি বছর সংস্কৃতি অঙ্গন হারিয়েছে অবদান রাখা বেশ ক’জন কৃতী ব্যক্তিত্বকে। এক সময় যারা তাদের প্রতিভার আলোয় আলোকিত করেছে শিল্পাঙ্গন। তারা আজ চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

* বছরের শুরুতেই ৫ জানুয়ারি পরলোক গমন করেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক, বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখারুল আলম।
* ২২ জানুয়ারি পৃথিবী ত্যাগ করেন মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।
* ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক-প্রযোজক আওলাদ হোসেন চাকলাদার।
* ১৫ ফেব্রুয়ারি মারা যান বাংলার আধুনিক কবি আল মাহমুদ।
* ১৬ ফেব্রুয়ারি মারা যান চলচ্চিত্র অভিনেত্রী কনিকা মজুমদার।
* বাংলাদেশের সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মহম্মদ খসরু পরপারে চলে যান ১৯ ফেব্রুয়ারি।
* ১১ মার্চ না ফেরার দেশে চলে যান চলচ্চিত্র নির্মাতা সাইফুল আজম কাশেম।
* ১৭ মার্চ চিত্রপরিচালক শাহেদ চৌধুরী পরলোক গমন করেন।
* ২৪ মার্চ দেশবরেণ্য সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ মারা যান।
* ৬ এপ্রিল চলে যান চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ।
* ১৯ এপ্রিল মারা যান চিত্রপরিচালক হাসিবুল ইসলাম মিজান।
* ২৪ এপ্রিল পরলোক গমন করেন নাটকের জনপ্রিয় মুখ সালেহ আহমেদ।
* ২০ এপ্রিল মারা যান লোকগানের প্রবাদপ্রতিম শিল্পী অমর পাল।
* ২৯ এপ্রিল মারা যান প্রখ্যাত কৌতুকাভিনেতা আনিসুর রহমান আনিস।
* ৭ মে মারা যান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী।
* ৮ মে মারা যান অভিনেত্রী তমা খান।
* ১৯ মে মারা যান চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ।
* নজরুলসঙ্গীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতগুরু খালিদ হোসেন ২২ মে মারা যান।
* ২ জুন মারা যান প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজউদদীন আহমদ।
* ২ জুন চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু মারা যান।
* চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর মারা যান ২৬ আগস্ট।
* ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় সুরকার ও সঙ্গীত পরিচালক পারভেজ রব নিহত হন।
* ১৯ অক্টোবর চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ জাকির খান মারা যান।
* ২৫ অক্টোবর, অভিনেতা, নাট্য পরিচালক হুমায়ুন সাধু মারা যান।
* ২৩ নভেম্বর মারা যান অভিনেতা কালা আজিজ।
* ৫ ডিসেম্বর মারা যান অভিনেত্রী সূচনা ডলি।
* ৬ ডিসেম্বর দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান পরলোক গমন করেন।
* ১৫ ডিসেম্বর মারা যান গায়ক ও সঙ্গীতপরিচালক পৃথ্বিরাজ।

Exit mobile version