Site icon Jamuna Television

ঢাকা সিটি করপোরেশন: ধানমন্ডিতে চলছে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ কার্যক্রম

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে ঢাকার দুই সিটি করপোরেশনের মনোনয়ন বিতরণ কার্যক্রম।

তৃতীয় দিনে উত্তর ও দক্ষিণের মেয়র পদে পৃথক ভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আটজন। এ ছাড়া দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র তুলেছেন ৮৫ জন।

এদিকে আজ মনোনয়ন পত্র তুলতে পারেন দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকন। আগামী শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত চলবে আওয়ামী লীগের সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম।

Exit mobile version