Site icon Jamuna Television

আ’লীগের মনোনয়নপত্র তুলেছেন মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এসময় মেয়র সাঈদ খোকন বলেন, বর্তমানে কঠিন সময় পার করছি, যদি মানুষ এই কঠিন সময়ে পাশে দাঁড়ায়, তাহলে তাদের পাশেও থাকবো।

তিনি আরও বলেন, পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি, তাই পিতার অবর্তমানে শেখ হাসিনা আমার অভিভাবক। শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত বলেও জানান তিনি।

গত রোববার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ও ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

Exit mobile version