Site icon Jamuna Television

অশ্রুসিক্ত সাঈদ খোকন বললেন, কঠিন সময় পার করছি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার দলের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এরপর গণমাধ্যমে কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন সাঈদ খোকন।

আবেগ আপ্লুত খোকন বলেন, পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি। পিতার অবর্তমানে শেখ হাসিনা আমার অভিভাবক। শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। গত চার বছরে সুখে-দুখে মানুষের পাশে ছিলাম। ঢাকাবাসী আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুখে দুখে আপনাদের সঙ্গে থাকতে পারি। আমি যেন অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি।

মেয়র বলেন, কঠিন সময় পার করছি। যদি মানুষ এ কঠিন সময়ে পাশে দাঁড়ায়, আমিও জনগণের পাশে থাকবো।

গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম নেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী সেলিম। এতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি মনোনয়ন বঞ্চিত হচ্ছেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন?

বৃহস্পতিবার সাঈদ খোকনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির জন্য আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন ৮ জন। এছাড়া দুই সিটি করপোরেশনে কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে মনোনয়ন ফরম তুলেছেন ৮৫ জন। আগামী শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত চলবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম।

Exit mobile version