Site icon Jamuna Television

অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ১

ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা: ১ জন নিহত, শিশুসহ গুরুতর আহত ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার সোহাদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো চারজন স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বতু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। আহতরা হলেন, সাদিয়া আক্তার, তানিয়া আক্তার ও মোহাম্মদ মাহিন (আড়াই বছর), আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আহতদের অবস্থা গুরুতর। তাদের অনেকেরই দাঁত,হাত ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা বরমী থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। এ সময় ঘন কুয়াশায় সোহাদিয়া গ্ৰামের স্টিল মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় সিএনজি চালিত অটোরিকশার সবাই। তাদের উদ্ধার করে স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version