Site icon Jamuna Television

অসৎ ও অযোগ্য কাউকে প্রশ্রয় দেওয়া হবে না: শেখ পরশ

টর্চার সেলে নিয়ে নির্যাতন নয় বরং বঞ্চিত অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই যুবলীগ কাজ করে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ
সকালে রাজধানীর মুগদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শেখ পরশ আরো জানান, হাতে গোনা কয়েক জনের জন্য যুবলীগে কালিমা লেগেছে। কিন্তু, মাঠ পর্যায়ের কর্মীরা অনেক ত্যাগী। তাই তাদেরকেই এই কালিমা মুছে যুবলীগকে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি। যুবলীগে কোন অসৎ ও অযোগ্য কাউকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন সংগঠটির চেয়ারম্যান।

Exit mobile version