Site icon Jamuna Television

ভিপি নুরসহ ৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে

ডাকসু কার্যালয়ে হামলার শিকার ভিপি নুরুল হক নুরসহ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন চারজনকে আজ ছাড়পত্র দেয়া হবে। তবে, আহত সুহেলের অবস্থা সংকটাপন্ন। এসব তথ্য জানিয়েছেন, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়া জেনারেল এ কে এম নাসির উদ্দিন।দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সুহেলের মাথায় একটি অপারেশন হয়েছে বলে জানান পরিচালক নাসির উদ্দিন। এছাড়া, চিকিৎসাধীন অপর তিনজনের অবস্থা শংকামুক্ত বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক।

এদিকে, ছাত্র সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান দাবি করেন, নুরকে আরো দু’একদিন হাসপাতালে থাকতে হবে।

Exit mobile version