Site icon Jamuna Television

এবার ভিপি নুরসহ ২৯ শিক্ষার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলা

ডাকসু ভবনে ভাঙচুর ও হামলার ঘটনায় এবার ভিপি নুরসহ ২৯ শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

গত ২৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন এই মামলা করেন।

মামলার এজহারের সাব্বির হোসেন অভিযোগ করেছেন, বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে নাশকতা চালানোর চেষ্টা করেছিল নুর। এসময় বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে মানি ব্যাগ ও মোবাইল চুরির অভিযোগও আনা হয়েছে এজহারে।

এদিকে এই মামলার প্রতিক্রিয়ায় ছাত্র সংরকক্ষণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বলেছেন, নিজেদের অপরাধ আড়াল করতেই ভিপি নুর ও ছাত্র অধিকার সংরক্ষণের নেতা-কর্মীদের ওপর মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

Exit mobile version