Site icon Jamuna Television

মেয়র পদে জাপার মনোনয়ন কিনলেন মিলন ও লোটন

আসন্ন দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও আলমগীর সিকদার লোটন। আর কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অর্ধ শতাধিক প্রার্থী।

আজ দুপুরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান জিএম কাদের এর উপস্থিতিতে মনোনয়ন ফরম বিতরন করা হয়।

অনুষ্ঠানে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি এককভাবেই প্রতিটি পদে সিটি নির্বাচন করবে। মহাজোটে সম্পৃক্ত হওয়ার পরিস্থিতি হলে জাতীয় পার্টির স্বার্থ অক্ষুন্ন রাখা হবে। জিএম কাদের বলেন, শক্তিশালী প্রার্থী দিয়ে সঠিকভাবে কাজ করতে পারলে নির্বাচনে জাতীয় পার্টির উজ্জ্বল সম্ভাবনা আছে। অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থীরা বলেন মহাজোটে থাকলে নির্দিষ্ট অংশীদারিত্ব, অন্যথায় সুষ্ঠু নির্বাচনে হতে হবে।

Exit mobile version