Site icon Jamuna Television

অমিত শাহকে সমর্থন দিয়ে ওবায়দুল কাদের দেশবিরোধী অবস্থান নিয়েছেন: মির্জা ফখরুল

বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে ভারতের স্বারাষ্ট্রমন্ত্রীর ভিত্তিহীন ও ধর্মীয় বিভক্তি সৃষ্টিকারী বক্তব্যের পক্ষে ওবায়দুল কাদের নির্লজ্জ অবস্থান নিয়েছেন; যা স্বাধীনতা- সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদেরের এই বক্তব্য সমগ্র জাতিকে স্তম্ভিত ও ক্ষুদ্ধ করেছে। অমিত শাহ’র বক্তব্যের সাফাই গাইতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুস্পষ্টভাবে দেশেরবিরোধী অবস্থানই নিয়েছেন। এর মধ্য দিয়ে ক্ষমতাসীনরা ভারতের বিজেপি’র ঘৃণ্য সহযোগীর ভূমিকায় অবর্তীর্ণ হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

Exit mobile version