Site icon Jamuna Television

জনগণের ক্ষমতা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. কামাল

জনগণের ক্ষমতা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে জোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি।

বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ভিপি নূরের ওপর হামলার বিচার করতে হবে। ডাকসুতে হামলার সময়কার ফুটেজ প্রক্টরের নির্দেশেই গায়েব করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ড. কামাল অভিযোগ করেন, সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।

Exit mobile version