Site icon Jamuna Television

রাজধানীর মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে কালশীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো কিছু আগুন আছে টিনের ফাকে ফাকে। প্রথমে ১১টি ইউনিট কাজ করলেও এখন ৫টি ইউনিট করছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন জানান, রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আর রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন আর বাড়ার সম্ভবনা নেই আপাতত এখন মূল কাজ হলো আগুন নির্বাপন করা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা।

Exit mobile version