Site icon Jamuna Television

শুধু প্রাণ নিয়ে বের হতে পেরেছেন মিরপুর বস্তির বাসিন্দারা

আগুন লাগার পর শুধু প্রাণ নিয়ে বের হয়ে আসতে পেরেছেন মিরপুরে কালশীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়া বস্তির বাসিন্দারা।

আগুন নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমে এমনই জানায় তারা। তারা জানান আনুমানিক দেড়শ ঘর পুড়ে গেছে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ার ফলে নিজেদের রুম থেকে কিছুই নিয়ে বের হতে পারেন নি।

স্থানীয়রা জানান, বস্তিতে আনুমানিক ৫০০ পরিবার ছিল। আগুনের ফলে এসব পরিবারের সঞ্চয় ও ঘরে রাখা চাল ডাল ও টাকা পয়সা পুড়ে গেছে।

এরআগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তারপর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন জানান, রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আর রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Exit mobile version