Site icon Jamuna Television

কাজাখস্তানে ৯৫ যাত্রী ও ৫ ক্রু নিয়ে বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে ৯৫ জন যাত্রী ও ৫ ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির আলমাতি শহরের কাছে একটি বিমানবন্দরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।

জানা যায়, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এটি আলমাতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে যাচ্ছিল।

আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড্ডয়নের পর স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে পড়ে।

ঘটনার পরপরই বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।

Exit mobile version