Site icon Jamuna Television

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে পিটালো বখাটেরা

ফেনী প্রতিনিধি
ফেনী শহরের পুরাতন পশ্চিম ডাক্তার পাড়ায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী আবদুর রহিম রিমনকে লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে আহত করেছে বখাটেরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে এঘটনা ঘটে। আহতবস্থায় রিমনকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি ‘রিমন স্যার’ নামে স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক।

আহত রিমনের স্ত্রী ফারিয়া আক্তার জানান, বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় বাসায় ঢোকার সময় স্থানীয় বখাটে সজিবের নেতৃত্বে একদল যুবক রাস্তায় অবস্থান করে। এসময় রিমনের উপস্থিতিতে বখাটেরা ফারিয়াকে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি ও যৌনহয়রানির চেষ্টা করে। এতে রিমন বাধা দিলে তাকে ইট ও লোহার রড দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে রিমন অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে বখাটেরা পালিয়ে যায়। পরে ফারিয়ার চিৎকারে স্থানীয়া এগিয়ে গেলে তাকে ফেনী জেনালে হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ জানান, আহত রিমনের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে।

Exit mobile version