Site icon Jamuna Television

শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন কার্যক্রম

আওয়ামী লীগ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলছে।ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে শেষ দিনের মতো চলছে এই কার্যক্রম। সকালে মনোনয়ন পত্র জমা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ঢাকা মহানগর উত্তরে ৫৪টি এবং দক্ষিণে ৭৫টি ওয়ার্ডে নির্বাচনের জন্য কাউন্সিলর পদে ফরম সংগ্রহ করেছেন ৮০৯ জন কাউন্সিলর পদপ্রার্থী। পদপ্রার্থীদের আশা শুদ্ধি অভিযান চলমান থাকা অবস্থায় ক্লিন ইমেজের প্রার্থীরাই সমর্থন পাবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে । এদিকে আগামীকাল দলীয় মনোনয়ন বোর্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।

Exit mobile version