Site icon Jamuna Television

নিয়ন্ত্রণহীন ট্রাক পুকুরে, নিহত ২

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।
পুলিশ জানায় রাতে জয়পুরহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশে যাওয়ার পথে ট্রাকটি সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা ওই পুকুরে তল্লাশি চালিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই ট্রাকে দুই’শ দশটি ছাগল ছিলো সব গুলো ছাগল মারা গেছে। যার দাম ছিলো আনুমানিক দশ লক্ষ টাকা। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

Exit mobile version